- November 15
- শুধুমাত্র
আর্মি ওয়েলফেয়ার ট্রাষ্ট এর পরিচালনায় প্যাসেন্ট এ্যাটেন্ডেন্ট রেস্ট হাউজ মঙ্গলদীপ গত ০১ জুন ২০১৫ তারিখ হতে চালু করা হয়েছে। উক্ত বিল্ডিং এ ১৩২ টি প্যাসেন্ট রুম এবং ১৬ টি গেষ্ট রুমে চাকুরীরত সেনাসদস্যদের ঢাকায় আগত রুগীর এ্যাটেনডেন্ট এবং প্রজন্ম হোস্টেলে অবস্থানরত ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের থাকা খাওয়ার সুব্যবস্থা বিদ্যমান রয়েছে। মঙ্গলদীপ বিল্ডিংটি ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় অবস্থিত। নির্ঝর আবাসিক এলাকাটি ঢাকার ক্যান্টনমেন্ট এর কেন্দ্রীয় মসজিদ ও সেনাকুঞ্জের সন্নিকটে অবস্থিত। নির্ঝর আবাসিক এলাকার মধ্যে রয়েছে বিনোদনের ব্যবস্থা। লেকের দু’দিকে রয়েছে নান্দনিক পরিবেশ। সৈনিকদের শিশু সন্তানদের জন্য রয়েছে পার্ক, খেলাধুলার ব্যবস্থা। লেকের মধ্যে রয়েছে অত্যাধুনিক ডিজাইনের ব্রিজ ও ত্রিবেণী রেস্টুরেন্ট। সেনাপরিবার কল্যাণ সমিতির নবনির্মিত ভবনটি আধুনিক ডিজাইনে করা।
পরিচালনা কমিটিঃ
সভাপতি
মেজর এএইচএম মনজু্র মোর্শেদ, বীর প্রতীক (অবঃ)
প্রকল্প পরিচালক, (টিএসএলএস, প্রজন্ম ও মঙ্গলদীপ প্রকল্প)
সুপারভাইজার
সিনিঃ ওয়াঃ অফিঃ মোঃ আলতাফ হোসেন (অবঃ)