New York

 

আর্মি ওয়েলফেয়ার ট্রাষ্ট এর পরিচালনায় প্যাসেন্ট এ্যাটেন্ডেন্ট রেস্ট হাউজ মঙ্গলদীপ গত ০১ জুন ২০১৫ তারিখ হতে চালু করা হয়েছে উক্ত বিল্ডিং ১৩২ টি প্যাসেন্ট রুম  এবং ১৬ টি গেষ্ট রুমে চাকুরীরত সেনাসদস্যদের ঢাকায় আগত রুগীর এ্যাটেনডেন্ট এবং প্রজন্ম হোস্টেলে অবস্থানরত ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের থাকা খাওয়ার সুব্যবস্থা বিদ্যমান রয়েছে মঙ্গলদীপ বিল্ডিংটি ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় অবস্থিত নির্ঝর আবাসিক এলাকাটি ঢাকার ক্যান্টনমেন্ট এর কেন্দ্রীয় মসজিদ সেনাকুঞ্জের সন্নিকটে অবস্থিত নির্ঝর আবাসিক এলাকার মধ্যে রয়েছে বিনোদনের ব্যবস্থা লেকের দুদিকে রয়েছে নান্দনিক পরিবেশ সৈনিকদের শিশু সন্তানদের জন্য রয়েছে পার্ক, খেলাধুলার ব্যবস্থা লেকের মধ্যে রয়েছে অত্যাধুনিক ডিজাইনের ব্রিজ ত্রিবেণী রেস্টুরেন্ট সেনাপরিবার কল্যাণ সমিতির নবনির্মিত ভবনটি আধুনিক ডিজাইনে করা

পরিচালনা কমিটিঃ

সভাপতি       

মেজর এএইচএম মনজু্র মোর্শেদ, বীর প্রতীক (অবঃ)

প্রকল্প পরিচালক, (টিএসএলএস, প্রজন্ম মঙ্গলদীপ প্রকল্প)

সুপারভাইজার

সিনিঃ ওয়াঃ অফিঃ মোঃ আলতাফ হোসেন (অবঃ)